كتاب حصن المسلم، جمع فيه كاتبه الأذكار والرقى التي تحصن المسلم في يومه من تسلط الشياطين والجن، وتوثق صلته بالله - عز وجل - واستعانته به، فقد احتوى على جُل ما يحتاجه المسلم من الأدعية والأذكار في يومه وليله، وما يحصل له من أمور عارضة في شؤون حياته.
হিসনুল মুসহলম
নামক কিতাব থেকে সংক্ষেপিত । এতে শুধুমাত্র যিকিরের অংশটি সংক্ষেপ করে উল্লেখ করা হয়েছে । আর হাদীসগুলাের বরাত দেওয়ার ক্ষেত্রে মূল গ্রন্থের একটি বা দু ’ টি সূত্র উল্লেখ করাই যথেষ্ট মনে করা হয়েছে । যিনি সাহাবীগণ সম্পর্কে অবগত হতে চান অথবা হাদীসের অতিরিক্ত সূত্র জানতে চান , তিনি মূল গ্রন্থটি দেখে নিতে পারেন ।